নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর বাসভবনে প্রিন্সিপ্যাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্রকে পাঠানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করল কংগ্রেস। ট্যুইট করে কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, ‘প্রধানমন্ত্রী কেন প্রধান বিচারপতির কাছে বিশেষ দূত পাঠিয়েছিলেন, তার জবাব দিতে হবে।’
আজ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হওয়া ছবিতে দেখা যায়, প্রধান বিচারপতির বাসভবনে গিয়েছেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি। কিন্তু তাঁর সঙ্গে দেখা করেননি প্রধান বিচারপতি। তাঁর বাসভবনের দরজাই খোলেনি। ফলে কিছুক্ষণ অপেক্ষা করে সেখান থেকে চলে যান নৃপেন্দ্র। এই বিষয়টিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে ফের আক্রমণ করেছে কংগ্রেস।
গতকাল সুপ্রিম কোর্টের চার বিচারপতি প্রকাশ্যে দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার পর তাঁদের পাশে দাঁড়ায় কংগ্রেস। খোদ কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী বলেন, সুপ্রিম কোর্টের চার বিচারপতি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু তুলেছেন। এমনটা আগে কখনও হয়নি। বিচারপতি বি এইচ লোয়ার রহস্যজনক মৃত্যুর সুপ্রিম কোর্টের সর্বোচ্চ স্তরের বিচারপতিদের দিয়ে তদন্ত করানোর দাবিও করেন তিনি।
প্রধান বিচারপতির কাছে কেন ‘বিশেষ দূত’ পাঠানো হয়েছিল, জবাব দিন প্রধানমন্ত্রী, দাবি কংগ্রেসের
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jan 2018 08:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -