বেঙ্গালুরু: গত এক সপ্তাহ ধরে বেপাত্তা থাকার পর অবেশেষে খোঁজ মিলল ৩৫ বছরের বাঙালি নৃতত্ত্ববিদ আত্রেয়ী মজুমদারের। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে আত্রেয়ীর খোঁজ চালান তাঁর বন্ধু-পরিজনরা। অবশেষে বেঙ্গালুরু থেকে পাওয়া গেল আত্রেয়ীকে।

খবরে প্রকাশ, গত বুধবার কানাডা থেকে দেশে আসেন পিএইচডি ছাত্রী আত্রেয়ী। তাঁকে বেঙ্গালুরুর বাড়িতে নিয়ে যান তাঁর বাব-মা। পরিবারের দাবি, রাত ৯টা পর্যন্ত নিজের ঘরেই ছিলেন আত্রেয়ী।

এরপর, ঘরেই ফোন ফেলে নিজের পাসপোর্ট ও হাতব্যাগে নগদ টাকা নিয়ে বেরিয়ে যান। পুলিশ জানায়, বেলান্দুরের দুটি হোটেলের সিসিটিভি ফুটেজে তাঁর ছবি ধরা পড়ে।

জানা যায়, বেঙ্গালুরু ও ইয়েলের ন্যাশনাল ল স্কুলে পড়াশোনা করেছেন আত্রেয়ী। পোস্ট-ডক্টোরাল গবেষণার জন্য তিনি টরন্টোতে ছিলেন।

পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার একদিন আগে, তাঁদের ফোন রিসিভ করেননি আত্রেয়ী। ফিরে আসলে, জানান, তিনি দিল্লিতে গিয়েছিলেন। বাবা-মা তাঁকে জানান, বেঙ্গালুরু ফিরে আসতে।

কিন্তু, বেঙ্গালুরুতে বেপাত্তা হয়ে যান আত্রেয়ী। এরপরই, বন্ধু-পরিজনরা সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি শেয়ার করে হদিস পান।