নয়াদিল্লি: বিজেপি শাসন থেকে জনগণকে মুক্তি দিতে চায়, এমন যে কোনও দলের সঙ্গে উত্তরপ্রদেশে কংগ্রেস হাত মেলাতে রাজি বলে জানালেন রাজ বব্বর।  এধরনের শক্তিগুলির পরস্পরকে দুর্বল করা উচিত নয় বলেও অভিমত তাঁর।

কংগ্রেসের উত্তরপ্রদেশ  শাখার সভাপতি শনিবার সাংবাদিক বৈঠকে বলেন, কংগ্রেস আমজনতার বাসনা, ভাবনাচিন্তা, আবেগ মাথায় রেখে এগোচ্ছে, মানুষ বিজেপি সরকারের শাসন থেকে মুক্তি চাইছেন। সদ্যসমাপ্ত কয়েকটি রাজ্যের ভোটের ফলেও তারই প্রতিফলন  ঘটেছে।  কিন্তু সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির সাম্প্রতিক কংগ্রেস সম্পর্কে মন্তব্যের পর তাদের সঙ্গে কি মহাজোট হওয়া সম্ভব, প্রশ্ন করা হলে রাজ বব্বর বলেন, যেসব বিরূপ মন্তব্য করা হয়েছে, সেগুলি ওদের সেন্টিমেন্ট। সপা, বসপা প্রধানদের মন্তব্য সম্পর্কে আমার কিছু বলা সমীচীন হবে না।  বিজেপিকে হারাতে ইচ্ছুক শক্তিগুলির উচিত নয় পরস্পরকে দুর্বল করা, সে আমরা বা ওরা, যে-ই হোক। বিজেপি শাসন থেকে রাজ্য ও রাজ্যবাসীকে মুক্ত করতে চায়, এহেন সব শক্তি কংগ্রেসের সঙ্গে হাত মেলানোয় স্বাগত বলে আবারও জানান তিনি।

দিনকয়েক আগেই সপা সভাপতি অখিলেশ সিংহ যাদব কংগ্রেসকে কটাক্ষ করে ‘ধন্যবাদ’ জানিয়েছেন, মধ্যপ্রদেশে একমাত্র নির্বাচিত দলীয় বিধায়ককে মন্ত্রী না করায়। এতে তাঁর দলের সামনে আগামী দিনের রাস্তা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন অখিলেশ। সেই প্রেক্ষাপটেই কংগ্রেস নেতাটি আজ আরও বলেন, উত্তরপ্রদেশেও আমাদের নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিয়েছে, মানুষ চাইছেন, বিজেপিকে হারাতে আমাদের সবাই একজোট হোন, আমরাও সেটা চাই।

আপনা দল, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির মতো বিজেপি শরিকরা গেরুয়া দল সম্পর্কে প্রকাশ্যে যে ক্ষোভ জানিয়েছে, সে প্রসঙ্গে বব্বর বলেন, এটা এখন প্রকাশ হয়ে পড়ছে যে, ২০১৪র সাধারণ নির্বাচনের আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণ, শরিকদের সঙ্গেও প্রতারণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।