বামদলগুলির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নাগরিকত্বের সঙ্গে কোনও ব্যক্তির ধর্মকে যুক্ত করা সংক্রান্ত বিলের বিরোধী তারা। তা ধর্মনিরপেক্ষতার পরিপন্থী। এই বিলের লক্ষ্যে দেশে সাম্প্রদায়িক বিভাজন ও সামাজিক মেরুকরণ ঘটনো, যা দেশের ঐক্য ও সংহতির পক্ষে বিপজ্জনক।
সিপিআই, সিপিএম,সিপিআই (এম-এল) লিবারেশন, ফরওয়ার্ড ব্লক, আরএসপি এক যৌথ বিবৃতিতে অভিযোগ করেছে যে, এই বিলে সংবিধান লঙ্ঘিত হয়েছে এবং ভারতের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভিত্তিকে ধ্বংস করাই এর লক্ষ্য।
বামদলগুলি বলেছে, এই বিল পাশ ও দেশজুড়ে নাগরিকপজ্ঞী (এনআরসি) চালুর ঘোষণা, এই দুই জোড়া ফলার মাধ্যমে কেন্দ্রের বিজেপি সরকার দেশকে ‘হিন্দুত্ব রাষ্ট্রে’ পরিণত করতে চাইছে, যা আরএসএসের রাজনৈতিক উদ্দেশ্য।
বামদলগুলি বিহারের দ্বারভাঙায় ইন্টারসিটি এক্সপ্রেস অবরোধ করে এবং নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সরকার বিরোধী স্লোগান দেয়। বাম কর্মী ও সমর্থকরা গাঁধী সেতুও অবরোধ করে। দ্বারভাঙায় বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসও আটকায় আন্দোলনকারীরা।