মুম্বই:‘উড়তা পঞ্জাব’নিয়ে সাম্প্রতিক বিতর্কে কিছুটা অপ্রত্যাশিতভাবেই নির্মাতাদের পাশে দাঁড়ালেন সরকারের কাছের লোক বলে পরিচিত প্রবীণ অভিনেতা অনুপম খের। তিনি এই ইস্যুতে সেন্সর বোর্ডের সমালোচনা করেছেন।

 

অমিতাভ বচ্চন, আমির খান, কর্ণ জোহর, মহেশ ভট্ট, জোয়া আখতার সহ বলিউডের একঝাঁক নক্ষত্র ‘উড়তা পঞ্জাব’ বিতর্কে সেন্সর বোর্ডের তীব্র সমালোচনা করেছেন।

 

এবার অনুপমও সেই দলে নাম লেখালেন। তিনি এদিন ট্যুইট করে বলেছেন, ‘উড়তা পঞ্জাব’ বিতর্কে সিবিএফসি-র ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সিনেমা হল সমাজের প্রতিফলন। চিত্রায়নের ফলে অনেক সময় সমস্যার সমাধান হতে পারে।