পুণে:  গজেন্দ্র চৌহানের জায়গায় পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে এলেন বলিউড অভিনেতা অনুপম খের। আজ দুপুরে এফটিআইআইয়ের নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়। এই বছর মার্চে এফটিআইআইয়ের চেয়ারম্যান পদে গজেন্দ্র চৌহানের মেয়াদ শেষ হয়ে যায়। তবে গত বছর এই গজেন্দ্র চৌহানের নিয়োগকে কেন্দ্র করেই ১৩৯ দিনের জন্যে ক্লাস বয়কট করেন এফটিআইআইয়ের পড়ুয়ারা।

অনুপম তাঁর ৩৫ বছরের কেরিয়ারে মোট ৫০০টি ছবিতে কাজ করেছেন এবং গত তিন দশকে ১০০টির বেশি নাটকে অভিনয় করেছেন। ২০০৪ সালে ৬২ বছর বয়সি বলিউডের এই প্রবীণ অভিনেতাকে পদ্মশ্রী এবং ২০১৬ সালে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করে ভারত সরকার। তাঁর কয়েকটি মনে দাগ কেটে যাওয়ার মতো ছবির মধ্যে রয়েছে সারাংশ, ড্যাডি, লামহে, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, ম্যায় গাঁধী কো নেহি মারা, খোসলা কা ঘোসলা এবং অ্যা ওয়েডনাস ডে। তবে শুধুমাত্র জাতীয় মঞ্চেই অনুপম খেরের অভিনয় দেখেনি দর্শকরা, আন্তর্জাতিক মঞ্চেও ছাপ রেখেছে প্রবীণ অভিনেতার প্রতিভা। তারমধ্যে রয়েছে গোল্ডেন গ্লোব মনোনীত বেন্ড ইট লাইক বেকহ্যাম, ২০০৭-এ অ্যাঙ লি-র গোল্ডেন লায়ন জয়ী লাস্ট, কশান, ২০১৩ সালে ডেভিড রাসেলের অস্কার জয়ী সিলভার লাইনিং প্লেবুক। এইমুহূর্তে অনুপম ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি রাঁচি ডায়েরিজ-এর মুক্তির জন্যে। অনুপমের স্ত্রী কিরণ খেরও একজন অভিনেতা এবং বিজেপি সাংসদ। হিন্দি ছাড়া তামিল, মরাঠি এবং মালায়লাম ছবিতেও কাজ করেছেন অনুপম।