১৯৩২-এর আজকের দিনেই অবিভক্ত ভারতের পঞ্জাব (বতর্মানে পঞ্জাবের সেই অংশটি রয়েছে পাকিস্তানে) প্রদেশে জন্ম দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর।
অনুপম ট্যুইট করেছেন, শ্রদ্ধেয় ডঃ মনমোহন সিংহ। আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ, স্বাস্থ্যোজ্জ্বল হোক আপনার জীবন। আপনার সঙ্গে বসে চা, এক টুকরো কেক সহযোগে ছবিটা দেখার সুযোগ কি কখনও পাব। কথা দিতে পারি, আমি যেভাবে চরিত্রটা ফুটিয়ে তুলেছি, আপনার ভাল লাগবে। সততা, আন্তরিকতা দিয়ে কাজ করেছি।
প্রসঙ্গত, ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা পদে থাকা সঞ্জয় বারুর লেখা বইকে ভিত্তিতেই ছবিটি তৈরি হয়েছে। বারুর বইয়ের নামই রাখা হয়েছে সিনেমায়। পরিচালক বিজয় রত্নাকর গুট্টে ইংরেজি, হিন্দিতে ছবিটি বানাচ্ছেন। প্রযোজক বোহরা ব্রাদার্স।