মুম্বই: ২৭ বছর পার করলেও, কাশ্মীরি পণ্ডিতদের ভবিষ্যৎ সেই তিমিরেই। কবিতা পাঠের মাধ্যমে তেমনটাই বোঝানোর চেষ্টা করলেন অনুপম খের।
কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার কথা স্মরণ করে বৃহস্পতিবার তাঁদের জন্য একটি কবিতা উৎসর্গ করেন প্রবীণ বলিউড অভিনেতা। কবিতার মাধ্যমে তিনি মনে করিয়ে দেন, কাশ্মীরি পণ্ডিতরা আজও বর্তমান এবং তাঁদের কথা শোনা উচিত।
খের বলেন, যতদূর কাশ্মীরি পণ্ডিতদের ভবিষ্যতের বিষয়টি জড়িত, এখনও তাঁরা সেই অন্ধকারেই। অভিনেতার দাবি, এখন হয়ত ০.১ শতাংশ পণ্ডিত কাশ্মীরে বসবাস করেন না।
তিনি যোগ করেন, আমাদের ফিরে যেতে হবে। তবে ভয়ের আবহাওয়ায় নয়। আমরা আর সেই মিথ্যে প্রতিশ্রুতির সময়ে ফিরে যেতে চাই না। আমরা সমাধান চাই।
অনুপম খের মনে করেন, সবার আগে রাজ্য থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করতে হবে। এর ফলে, সেখানকার সার্বিক পরিস্থিতির কিছুটা সুরাহা হবে। তিনি বলেন, মানুষকে যদি সেখানে ব্যবসা করতে দেওয়া হয়, জমি কিনতে দেওয়া হয়, তাহলে হয়ত পরিস্থিতির উন্নতি হবে।
তিনি মনে করিয়ে দেন, ইতিহাসের পাতায় একটা কালো দিবস হিসেবে উল্লেখ করা থাকবে ১৯৯০ সালের ১৯ জানুয়ারি। কারণ, সেদিনই কাশ্মীরি পণ্ডিতদের ভিটে ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল।
প্রসঙ্গত, অনুপম খের যেদিন মুম্বইতে কাশ্মীরি পণ্ডিতদের লড়াই নিয়ে পদ্যরচনা করলেন, সেদিন সেখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে শ্রীনগরে কাশ্মীরী পন্ডিতদের কাশ্মীর উপত্যকায় ফিরতে দেওয়ার অনুকূল পরিবেশ তৈরির জন্য প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় জম্মু ও কাশ্মীর বিধানসভায়।