পাল্টা অনুরাগ লেখেন, ‘এবার শুধু উনিশ-কুড়ির তফাৎ নয়, আরও বড় পার্থক্য রয়েছে স্যার। আপাতত আপনার স্বাস্থ্যের যত্ন নিন। সাতের দশকে আপনি নিজের কাজ করেছেন। তারপর থেকে আমরা আপনার অন্তরের শিশুটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এবার গব্বর, সিংহ বা শাকাল, কী হয় আমরা দেখব।’ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নীরব থাকায় অনুরাগ কাশ্যপের নিশানায় অমিতাভ বচ্চন
Web Desk, ABP Ananda | 28 Dec 2019 07:11 PM (IST)
এর আগে অভিনেতা অক্ষয় কুমারকে ‘মেরুদণ্ডহীন’ বলে দাবি করেন অনুরাগ।
মুম্বই: নাগরিকত্ব সংশোধনী আইনের বিষয়ে মুখ না খোলায় চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের আক্রমণের মুখে পড়লেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। ট্যুইটারে তাঁকে তীব্র কটাক্ষ করেছেন অনুরাগ। এর আগে অভিনেতা অক্ষয় কুমারকে ‘মেরুদণ্ডহীন’ বলে দাবি করেন অনুরাগ। এবার অমিতাভের একটি ট্যুইটের পরিপ্রেক্ষিতে তাঁকেও আক্রমণ করলেন তিনি। ওই ট্যুইটে অমিতাভ লেখেন, ‘আর কয়েকদিন পরেই নতুন বছর আসছে। আশঙ্কার কিছু নেই। এটা শুধু ১৯-২০-র ব্যাপার।’