নয়াদিল্লি: হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে বিজেপি-র জয় মানুষের ভোট দেওয়ার জন্যই হয়েছে বলে দাবি করলেন অনুরাগ ঠাকুর। তাঁর মতে, ইভিএম জালিয়াতির অজুহাত না দিয়ে কংগ্রেসের আত্মসমালোচনা করা উচিত।
৬৮ আসনের হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে ৪৪টি আসন পেয়ে ক্ষমতায় আসছে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ২১টি আসন। ফল প্রকাশিত হওয়ার পর বিজেপি সাংসদ অনুরাগ বলেছেন, ‘মানুষ বিজেপি-কে ভোট দিয়েছে। গত পাঁচ বছরে কংগ্রেসের অপশাসনের হাত থেকে মানুষ পরিত্রাণ চাইছিল। ইভিএম জালিয়াতির অজুহাত না দিয়ে কংগ্রেসের আত্মসমালোচনা করা উচিত।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সবচেয়ে বড় নেতা বলে উল্লেখ করেছেন অনুরাগ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে এতটা সময় দেওয়ায় তাঁরা কৃতজ্ঞ।
হিমাচলে কংগ্রেসের অপশাসনের জবাব দিল মানুষ, দাবি অনুরাগ ঠাকুরের
Web Desk, ABP Ananda
Updated at:
18 Dec 2017 06:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -