মুম্বই: গাড়ি থেকে রাস্তায় নোংরা ফেলায় যে ব্যক্তিকে ধমক দেন অনুষ্কা শর্মা, সেই আরহান সিংহ পাল্টা মুখ খুললেন। ফেসবুক পোস্টে তাঁর দাবি, ‘আমি গাড়ি চালানোর সময় অসাবধানে রাস্তায় ছোট্ট একটা প্লাস্টিক ফেলি। তারপরেই দেখি একটা গাড়ির কাচ নামিয়ে সুন্দরী অনুষ্কা শর্মা রাস্তার পাগলের মতো চিৎকার করছেন। আমি নিজের অসাবধানতার জন্য ক্ষমা চাইছি। তবে অনুষ্কা শর্মা কোহলিরও ভদ্রভাবে কথা বলা উচিত ছিল।’ এখনও পর্যন্ত এ বিষয়ে অনুষ্কার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গতকাল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন বিরাট কোহলি। সেই ভিডিওতে দেখা যায়, রাস্তায় নোংরা ফেলায় ওই ব্যক্তিকে ধমক দিচ্ছেন অনুষ্কা। তিনি রাস্তায় নোংরা না ফেলে ডাস্টবিনে ফেলতে বলেন।
পরে ট্যুইট করে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আরও বলেন, ‘যাদের এরকম কিছু করার সাহস নেই, তারা মনে করে বিষয়টা মজার। লোকজনের কাছে এখন সব জিনিসই মিম করার বিষয়বস্তু। এর জন্য তাদের লজ্জিত হওয়া উচিত।’