ভোপাল: মহিলাদের সঙ্গে যে পুরুষই অশালীন আচরণ করবে, তাকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হবে। ভোপালে আজ নারী দিবসের অনুষ্ঠানে বললেন শিবরাজ সিংহ চৌহান। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আমি মুখ্যমন্ত্রী মহিলা কোষ নামে একটি স্কিম চালু করেছি, যার আওতায় অবিবাহিত, পঞ্চাশোর্ধ্ব মহিলারা পেনশন পাবেন। আর মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করলেই প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো হবে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মেয়েদের বাদ দিয়ে কোনওদিন কিছু হতে পারে না বলে মন্তব্য করে বলেন, মহিলা দিবস নামে শুধুমাত্র একটি দিনই বরাদ্দ হওয়া উচিত নয়। মহিলাদের জন্য কেন একটি দিনই থাকবে? মহিলাদের ছাড়া একদিনও কোনও পরিবার, দেশ বা দুনিয়া চলে? না! ভারতে চিরকাল মহিলাদের আমরা আরাধনা করি, সম্মান করি। মহিলারা এত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলাচ্ছেন।
যে কৃতী মহিলারা দেশের অন্য মেয়েদের সামনে দৃষ্টান্ত গড়েছেন, তাঁদের কথাও উল্লেখ করেন শিবরাজ। বলেন, বরখেড়ার সরপঞ্চ ভক্তি শর্মা, একা যুদ্ধবিমান চালানো প্রথম ভারতীয় মহিলা অবনী চতুর্বেদী, এশিয়া আর্চারি কাপে সোনাজয়ী মুশকান কিরার, মহিলা জাতীয় হকি দলে রাজ্যের সব মহিলা সদস্য বিরাট প্রশংসা দাবি করেন।