পটনা: ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করলেন বিদ্রোহী বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর প্রধানমন্ত্রী হওয়ার দাবির পরিপ্রেক্ষিতে মোদীর কটাক্ষ প্রসঙ্গে পটনা সাহিবের সাংসদ ট্যুইট করে বলেছেন, ‘যদি প্রয়োজনীয় সমর্থন ও সাংসদ সংখ্যা থাকে, তাহলে আমাদের দেশে যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন। নামদার, কামদার, দমদার ও গড়পরতা সমঝদার, যে কোনও ব্যক্তিই প্রধানমন্ত্রী হতে পারেন। আমরা কেন এ বিষয়ে শোরগোল ফেলে দিয়েছি? এটা কি কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয় নয়? সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই প্রধানমন্ত্রী হওয়া যায়।’



শত্রুঘ্ন বেশ কিছুদিন ধরেই মোদী ও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন। আজ ফের তিনি একের পর এক ইস্যুতে মোদীকে বিঁধেছেন। শত্রুঘ্ন দাবি করেছেন, ‘আপনি (মোদী) প্রশ্নের জবাব দেওয়ার বদলে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। উন্নয়ন বা অন্য কিছু নয়, এই কাজটিতে আপনি দক্ষ।’ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইতিহাস বিকৃতি, মিথ্যাচারের অভিযোগও করেছেন শত্রুঘ্ন।