অমরাবতী: অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীতে নৌকাডুবি। মৃত ১৪, নিখোঁজ ৯। খবরে প্রকাশ, এদিন বিজয়ওয়াড়ার কাছে ৩৮ জন পর্যটককে নিয়ে একটি নৌকা ভবানী দ্বীপ থেকে পবিত্র সঙ্গামামের ফেরি ভিলেজের উদ্দেশে রওনা দেয়। নদী পারাপার করার সময় আচমকা উল্টে গেলে ১৪ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৬ মহিলা ও ৪ শিশুও রয়েছে। ১৫ জনকে উদ্ধার করেন স্থানীয় মৎস্যজীবীরা। এখনও নিখোঁজ ৯ জন। নিখোঁজদের উদ্ধারকার্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সাহায্য করছে কৃষ্ণা জেলা প্রশাসন। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী ভূমা অখিলা প্রিয়া। জানা গিয়েছে, অধিকাংশ যাত্রীর লাইফ-জ্যাকেট ছিল না।
অন্ধ্রপ্রদেশে নৌকাডুবি, মৃত ১৪, নিখোঁজ ৯
Web Desk, ABP Ananda | 12 Nov 2017 09:37 PM (IST)