লখনউ: ভোটের আগে পারিবারিক কোন্দলের পর সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব টিকিট দিয়েছিলেন বৈমাত্রেয় ভাইয়ের স্ত্রী অপর্না যাদবকে। কিন্তু ভোটের ফলাফলে বড়সড় ধাক্কা খেল যাদব-কূল। লখনউ ক্যান্টনমেন্ট আসনে হেরে গেলেন মুলায়স সিংহ যাদবের কনিষ্ঠ পুত্রবধূ অপর্না। বিজেপির রীতা বহুগুণা জোশীর কাছে ৩৩,৮৯৬ ভোটে হারলেন তিনি। অথচ তাঁর হয়ে ভোটের প্রচারে মুলায়মের পাশাপাশি এসেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী অখিলেশ, তাঁর স্ত্রী তথা সপা সাংসদ ডিম্পল যাদব। কিন্তু কোনও কিছুই কাজে এল না।
এই আসনে বিজেপি প্রার্থী পেয়েছেন ৯৫,৪০২ ভোট। সেখানে অপর্না ৬১,৬০৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থান পেলেন। তৃতীয় স্থানে রয়েছেন বিএসপি প্রার্থী যোগেশ দিক্ষীত। তাঁর প্রাপ্ত ভোট ২৬,০৩৬।
উল্লেখ্য, ১৯৯১ থেকে লখনউ ছিল কার্যত বিজেপির দূর্গ। কিন্তু ২০১২-র ভোটে এই আসনে বিজেপির জয়ের ধারায় ছেদ পড়ে। এই আসন থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী রীতা বহুগুণা যোশী। এবার সেই রীতাই জয়ী হলেন। তবে দল বদলে তিনি এবার বিজেপি প্রার্থী।
বিজেপির রীতা বহুগুণা জোশীর কাছে হারলেন মুলায়মের পুত্রবধূ অপর্না
ABP Ananda, web desk
Updated at:
11 Mar 2017 05:47 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -