ভোপাল:মধ্যপ্রদেশের ভোপালের ১৮০ বছরের প্রাচীন নবাব শওকত মহল এবার রয়ে যাবে শুধু ছবিতেই। স্থানীয় সরকারি কর্তৃপক্ষের চূড়ান্ত অবহেলার শিকার এই মহলের একাংশ ভাঙার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিনের অবহেলায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মহলের কাঠামো যে কোনও মুহুর্তেই ধসে পড়তে পারে।
গত মঙ্গলবার মহলের একাংশ ভেঙে পড়ে।এরপরই ভোপাল পুরসভা এই প্রাচীন ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়।
ঐতিহ্যশালী এই মহলটি শহরের পর্যটক ও আলোকচিত্রীদের কাছে দর্শনীয় বিষয় ছিল। কিন্তু বছরের পর বছর ধরে মহলের রক্ষণাবেক্ষনের কোনও ব্যবস্থাই করা হয়নি।
শুধু এই মহলই নয়, শহরের আরও অনেক ঐতিহ্যবাহী কাঠামোও ধ্বংসের মুখে।
নবাব শওকত মহলের ভাঙার বিষয়ে জানতে চাওয়া হলে পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রাচীন ওই ভবনটি ভঙ্গুর হয়ে পড়েছে। যে কোনও মুহূর্তে ভেঙে পড়লে বড়সড় বিপদ ঘটতে পারে।
পুর আধিকারিক কামার শাকিব বলেছেন, গত মঙ্গলবার মহলের একটা অংশ ভেঙে পড়ে। এরপরই মহলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে নোটিশ দিয়েছ। মহল খালি করা হয়েছে।