নয়াদিল্লি: তিন মাসে বিজ্ঞাপন বাবদ দিল্লির আম আদমি পার্টি (আপ) সরকার খরচ করেছে প্রায় ১৫ কোটি টাকা। শুধু তাই নয়, দিল্লির আপ সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরতে কেরল, কর্নাটক, ওড়িশার মতো রাজ্যের সংবাদপত্রগুলিতেও বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তথ্যের অধিকার আইন (আরটিআই) অনুসারে এই তথ্য জানা গেছে। এই হিসাব শুধু মুদ্রন সংবাদমাধ্যমে প্রচারিত বিজ্ঞাপনের। ১০ ফেব্রুয়ারি থেকে ১১ মে পর্যন্ত সময়ে এ বাবদ ১৪.৫৬ কোটি টাকা  ব্যয় করেছে দিল্লি সরকার।
এভাবে বিজ্ঞাপনে জলের মতো টাকা খরচ নিয়ে আপ সরকার বিরোধীদের তোপের মুখে পড়েছে। কংগ্রেস আপ-কে ‘অরবিন্দ অ্যাডভারটাইজমেন্ট পার্টি’ বলে কটাক্ষ করেছে। দলের মুখপাত্র শোভা ওঝা বলেছেন, আরটিআই-র মাধ্যমে যে তথ্য জানা গেছে, তাতে দেখা যাচ্ছে, দিল্লি ও দিল্লির বাইরের সংবাদপত্রগুলিতে বিজ্ঞাপন দিতে দৈনিক ১৬ লক্ষ টাকা করে ব্যয় করেছে। টেলিভিশন, রেডিও ও প্রচার হোর্ডিংগুলি বাবদ খরচ এখনও জানা যায়নি। এভাবে আপ সরকার সরকারি অর্থের অপচয় করছে বলেও ওঝা মন্তব্য করেছেন।
কংগ্রেস মুখপাত্র আরও বলেছেন, যেখানে দিল্লি সরকার সাফাইকর্মীদের বেতন , বৃদ্ধ ও বিধবা, এমনকি শারীরিক প্রতিবন্ধীদের পেনশন দিতে পারছে না , সেখানে এভাবে জনগনের করের টাকার অপব্যবহার করা হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছেন ওঝা।