নয়াদিল্লি: আঘাতের চিহ্ন দেখার অজুহাতে প্রকাশ্যে এক ঘর মহিলা-পুরুষের উপস্থিতিতে এক কিশোরীকে জিনস খুলতে বলে ফের নয়া বিতর্কে বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে সাক্ষী মহারাজ সকলের সামনে এক কিশোরীকে তার জিনস খুলে আঘাতের চিহ্ন দেখাতে বলছেন।

যদিও এই ভিডিও-র সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওতে দেখা গেছে একটি চেয়ারে বসে রয়েছেন বিজেপি সাংসদ। তাঁকে একটি ঘরে ঘিরে বসে রয়েছেন বিভিন্ন বয়সের মহিলা ও পুরুষ। কথায় কথায় বিজেপি সাংসদের সামনে বসে থাকা মেয়েটি জানায় বাড়িতে পুলিশি তল্লাশির সময় সে চোট পায়। তখন একঘর লোকের সামনে তাকে জিনস খুলে আঘাতের চিহ্ন দেখাতে বলেন সাক্ষী মহারাজ।
এই বিতর্কিত ভিডিও প্রসঙ্গে বিজেপি সাংসদকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, সমস্ত অভিযোগই ভিত্তিহীন। সংবাদমাধ্যমের লোকেরা তাঁকে ফাঁসানোর জন্যে ইচ্ছা করে ওইসময় ভিডিওটি তোলেন। তিনি দাবি করেন কিশোরীটি তাঁর মেয়ের বয়সি। তাঁর দাবি, কিশোরীটি যখনই জিনস খুলছিল, তিনি তখনই উঠে দাড়িয়ে পড়েন। তাঁর অভিযোগ ঘটনাটি বিকৃত করে সংবাদমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত গত ৩০ এপ্রিল উত্তরপ্রদেশের মৈনপুরীতে ওই কিশোরীর বাড়িতে ঢুকে ওয়ারেন্ট ছাড়া তল্লাশি চালায় পুলিশ। কিশোরীর বাড়ির লোক বিজেপি সমর্থক। সাংসদের অভিযোগ তল্লাশির সময় বাড়ির মহিলাদের হেনস্থা করে পুলিশ। সেসময় আঘাত পায় ওই কিশোরীও। এপ্রসঙ্গেই মঙ্গলবার মৈনপুরীতে এক জনসভা চলাকালীন পুলিশকে গুলি করার হুমকিও দেন এই বিতর্কিত সাংসদ। এরপরই তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার বিচওয়া থানায় মামলা দায়ের করে পুলিশ। তারপর মহিলাকে প্রকাশ্যে জিনস খুলতে বলে আরও বিতর্কে জড়ালেন সাংসদ।

ভিডিওতে দেখুন ঘটনাটি