কুকের সঙ্গে দেখা করে খুশি মোদী। তিনি ট্যুইটারে লিখেছেন, এই মোবাইল অ্যাপ-এ নতুন অনেক সুবিধা পাওয়া যাবে। এর মাধ্যমে মানুষ সহজেই একে অপরের সঙ্গে নিজেদের ভাবনা-চিন্তার আদান-প্রদান করতে পারবেন। অ্যাপটি উন্নত করার জন্য টিম কুককে ধন্যবাদ।
অ্যাপল প্রধান কয়েকদিন আগে ভারতে এসেছেন। তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, অ্যাপল সংস্থা বেঙ্গালুরুতে একটি কারখানা করবে। শুক্রবার টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কুকের প্রশংসা করে বলেন, তিনি ভারতকে বাণিজ্যিক ক্ষেত্রে উন্নতিতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। অ্যাপলের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় সরকার।