তবে এখনও পর্যন্ত এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও চুক্তি বা মউ স্বাক্ষর করা হয়নি অ্যাপেল ও কর্ণাটক সরকারের মধ্যে।
সূত্রের খবর, অ্যাপেল যদি ভারতের মাটিতে আইফোন তৈরি করতে আগ্রহী হয়, তাহলে তারা শুরুতে তাদের পার্টনার তাইওয়ানের সংস্থা উইসট্রন কর্পোরেশনের ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকেই উৎপাদন শুরু করবে। এপ্রসঙ্গে যদিও অ্যাপেল-এর তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। গত সপ্তাহেই অ্যাপেল-এর প্রতিনিধিরা ভারত সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। সাক্ষাৎের পর অ্যাপেল প্রতিনিধিদের প্রতিক্রিয়া, তাঁদের বৈঠক যথেষ্ট ফলপ্রসূ। তারপর থেকেই তথ্যপ্রযুক্তি জায়েন্টের ভারতে পদার্পণের জল্পনা দ্বিগুণ হয়েছে। এব্যাপারে তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদও গতমাসে বলেন, তাঁরা অ্যাপেল-এর দাবিদাওয়া নিয়ে ভাবনাচিন্তা করছেন। কর্ণাটক সরকারের তরফে জানানো হয়েছে, তারা অ্যাপেলকে সবধরনের সুবিধা দিতে প্রস্তুত।