নয়াদিল্লি: অবাক হচ্ছেন! কিন্তু সত্যিই রেডিয়েশন থেকে বাঁচার জন্য এমনই টিপস্ দিয়েছেন আরএসএস-এর শাখা সংগঠন অখিল ভারতীয় গৌ সেবার এক নেতা। ফোনে গোবর লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি।
ওই নেতার নাম শঙ্কর লাল। বয়স ৭৬। একটি সাক্ষাতকারে তিনি বলেন, ফোনের ক্ষতিকারক বিকিরণ থেকে বাঁচতে গোবর লাগান। তাঁর দাবি, এই টোটকা নাকি সত্যিই দারুণ কাজ করে। নিজের ফোনে গোবর লেপে ইতিমধ্যেই নাকি এই পরীক্ষা করে ফেলেছেন শঙ্কর লাল। শুধু তিনিই নন, তাঁদের দলের অন্যান্যরাও পরীক্ষা করেছেন। এটা নাকি ম্যাজিকের মতো কাজ করেছে।
তিনি বলেন, যদি ক্যান্সার প্রতিরোধ করতে গোবর ব্যবহার হতে পারে, তবে রেডিয়েশন আটকাতে পারবে না কেন! মারাত্মক সব রোগের মোকাবিলায় গোবর ব্যবহার করেন তাঁরা। আরও বলেন, আপনারা শোনেননি, জুনাগড়(গুজরাত)-এর একদল বিজ্ঞাণী গো-মূত্রে সোনার সন্ধান পেয়েছেন?
তিনি আরও বলেন, গর্ভাবস্থায় গোমূত্র, গোবর একসঙ্গে মিশিয়ে খেলে সেই মহিলার অবশ্যই নর্ম্যাল ডেলিভারি হবে। গরুর দুধ এবং গোবর দুটোতেই ক্ষতিকারক কিছু নেই।
তবে এ যে সে গরুর গোবর হলে চলবে না। দেশি ভারতীয় গরুই হতে হবে। এবং টাটকা হতে হবে।
বিকিরণ থেকে বাঁচতে ফোনে গোবর লাগান, টোটকা আরএসএস-এর শাখা সংগঠনের
Web Desk, ABP Ananda
Updated at:
07 Aug 2016 03:52 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -