নয়াদিল্লি:  সম্প্রতি কেন্দ্রে মোদী সরকারের তরফে ঘোষণা করা হয় কাশ্মীর-সমস্যা সমাধানে সেখানকার সমস্ত দল, সর্বস্তরের নেতাদের সঙ্গে আলোচনায় বসতে চান তাঁরা। উপত্যকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা এখনই প্রয়োজন, মত কেন্দ্রের। সেজন্যেই প্রাক্তন আইবি প্রধান দীনেশ্বর শর্মাকে সরকারের প্রতিনিধি হিসেবে নিয়োগ করে আলোচনার মাধ্যমে সবপক্ষের সঙ্গে মধ্যস্থতার জন্যে কাশ্মীর পাঠানো হচ্ছে। তবে মধ্যস্থতাকীর নিয়োগে উপত্যকায় সেনা কার্যকলাপে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।

এরপর রাওয়াত দাবি করেন, কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। অনুপ্রবেশের পরিমাণও কমেছে। কাশ্মীরের বিষয়ে কেন্দ্র যে নীতি নিয়েছে, সেটা সফল, দাবি সেনাপ্রধানের।

যদিও সেনাপ্রধানের দাবি, তাঁদের কাছে গোপনসূত্রে খবর রয়েছে উরি হামলার মতো নাশকতা চালানোর ছক কষছে জঙ্গিরা। সেইজন্যে সর্বক্ষণই সজাগ রয়েছে নিরাপত্তাবাহিনী। এমনকি ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের দিকেও নজর রাখছে সেনা। শুধু সীমান্ত নয়, উপত্যকার প্রতিটি অঞ্চলে নিঃশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, জানিয়েছেন সেনাপ্রধান।