স্বাধীনতা দিবসে রাষ্ট্রপুঞ্জে গান গাইবেন এ আর রহমান
Web Desk, ABP Ananda | 29 Jul 2016 05:57 PM (IST)
নয়াদিল্লি: ৭০ তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রপুঞ্জে পারফর্ম করবেন অস্কারজয়ী গীতকার এ আর রহমান। আগামী ১৫ অগাস্ট সঙ্গীতের মাধ্যমে কিংবদন্তী এক কন্নড় সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা জানাবেন তিনি। রাষ্ট্রপুঞ্জে ভারতের দূত সঈদ আকবরুদ্দিন টুইটারে লেখেন, রাষ্ট্রপুঞ্জে 'জয় হো' ধ্বনি শোনা যাবে? তিনি জানিয়েছেন, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন রাষ্ট্রপুঞ্জের জেনারেল অ্যাসেম্বলিতে সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে কন্নড় শিল্পীকে শ্রদ্ধা জানাবেন রহমান।