আপনি কি কুমারী? স্বামীর আর কোনও স্ত্রী জীবিত? মহিলা কর্মীদের প্রশ্ন পটনার হাসপাতালের
Web Desk, ABP Ananda | 02 Aug 2017 08:21 PM (IST)
পটনা: মহিলা কর্মীদের বিবাহ সংক্রান্ত ঘোষণাপত্রে একাধিক অপ্রাসঙ্গিক ও আপত্তিকর বিষয়ে প্রশ্ন করে বিতর্কে পটনার ইন্দিরা গাঁধী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (আইজিআইএমএস)। মহিলা কর্মীরা কুমারী কি না, সেটা যেমন জানতে চাওয়া হয়েছে, তেমনই তাঁদের আর কোনও জীবিত স্ত্রী আছেন কি না, তার জবাবও দিতে বলা হয়েছে। এছাড়া মহিলারা বিধবা না অবিবাহিত, সেটাও জানতে চাওয়া হয়েছে। আইজিআইএমএস-এর ডেপুটি মেডিক্যাল সুপার ড. মণীশ মন্ডলের সাফাই, ১৯৮৪ সালে এই প্রতিষ্ঠান স্থাপিত হওয়ার সময় থেকেই বিবাহ সংক্রান্ত ঘোষণাপত্রের ফর্ম পূরণ করতে হয় কর্মীদের। কেন্দ্রীয় সরকারী কর্মীদের এই নিয়ম মানতে হয়। দিল্লির এইএমস-এর কর্মীদেরও এই ফর্ম পূরণ করতে হয়। আইজিআইএমএস-এও একই ব্যবস্থা রয়েছে। কেন্দ্রীয় সরকার বা এইএমস যদি ভবিষ্যতে এই ফর্মের ধরন বদলায়, তাহলে তাঁরাও নিয়ম বদলাবেন। মণীশ অবশ্য স্বীকার করেছেন, ফর্মে ‘কুমারী’ শব্দটা রাখা ঠিক হয়নি। এর বদলে অবিবাহিত শব্দটা রাখা উচিত ছিল। তবে নিয়ম মেনেই তাঁরা কর্মীদের ব্যক্তিগত তথ্য চেয়েছেন। কেন্দ্রীয় সরকারের চাকরির এটাই নিয়ম।