যোধপুর: ১৯৯৮ সালে চিঙ্কারা হরিণ হত্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সলমন খানের আবেদনের শুনানি শেষ হয়ে গেল। এবার রায় দেবে আদালত। সলমনের আইনজীবীর দাবি, আদালতে যে প্রমাণ পেশ করা হয়েছে তা বিভ্রান্তিকর। একই মামলায় অভিযুক্ত গোবর্ধন সিংয়ের রেহাই পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন সলমনের আইনজীবী। অতিরিক্ত অ্যাটভোকেট জেনারেল কে এল ঠাকুর অবশ্য বলেছেন, সলমনের বিরুদ্ধে চিঙ্কারা হত্যা এবং তা ধামাচাপা দেওয়ার চেষ্টার প্রমাণ রয়েছে। এই মামলায় সাক্ষীদের বক্তব্য এবং প্রমাণ নিয়েও কোনও সন্দেহ নেই।