ভাগলপুরে অশান্তির ঘটনায় আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অর্জিৎ
ABP Ananda, Web Desk | 01 Apr 2018 01:41 PM (IST)
পটনা: ভাগলপুর অশান্তিতে উসকানি দেওয়ায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবের ছেলে অর্জিৎ শশাঙ্ক চৌবে আত্মসমর্পণ করলেন। আজ সকালে পুলিশের কাছে গিয়ে ধরা দিয়েছেন তিনি। ১৭ মার্চ বিজেপি, আরএসএস ও বজরং দলের মিছিল বার করা নিয়ে ভাগলপুরে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, অর্জিৎ এই অশান্তিতে উসকানি দিয়েছেন, তাঁর বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। কিন্তু পুলিশ তাঁকে গ্রেফতার করেনি। গতকাল স্থানীয় এক আদালত তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপর আজ আত্মসমর্পণ করেন তিনি। ২০১৫-র বিধানসভা ভোটে ভাগলপুর থেকে লড়েছিলেন অর্জিৎ। কিন্তু তিনি হেরে যান। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ১৭ তারিখের ঘটনা নিয়ে ১৯ তারিখ একটি মিছিল বার করেন তিনি, প্রশাসনের কাছ থেকে অনুমতিও নেননি। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর ‘জঞ্জাল’ আখ্যা দেন তিনি, সমর্থন পান বাবা অশ্বিনী চৌবের কাছ থেকে। অশ্বিনী বলেন, তিনি ছেলের জন্য গর্বিত। এরপর ২৭ তারিখ আগাম জামিন চেয়ে অতিরিক্ত জেলা বিচারকের আদালতে যান অর্জিৎ। কিন্তু তাঁর আবেদন খারিজ হয়ে যায়।