নয়াদিল্লি: আর্মড ফোর্সেস উইক উদযাপন করতে গিয়ে সাহসিকতার জন্য দেশের সৈনিকদের প্রশংসা করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। জানান, দেশবাসীর সম্মান ও ধন্যবাদ সেনাদের প্রাপ্য।


৫২ বছরের অভিনেতা এদিন টুইটারে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছ, শাহরুখ ও অভিনেত্রী অনুষ্কা শর্মা একটি হোর্ডিং ধরে রয়েছেন, যাতে লেখা—আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে।


শাহরুখ বলেন, আমাদের আজকের জন্য নিজেদের আগামী উৎসর্গ করেছে আমাদের সেনা। সকলের সম্মান ও ধন্যবাদ প্রাপ্য ওদের। আর্মড ফোর্সেস ডে সমর্থন করছি আমরা। জয় হিন্দ।


https://twitter.com/iamsrk/status/937330073148956672

সেনার সাহসিকতার ও বলিদানের বার্তার সঙ্গেই অভিনেতা একটি লিঙ্কও শেয়ার করেন। যেখানে, দেশের সশন্ত্র বাহিনীর জন্য কীভাবে অবদান করা যায়, তা বলা হয়েছে।


প্রসঙ্গত, প্রতিবছর ৭ ডিসেম্বর উদযাপিত হয় আর্মড ফোর্সেস ডে। সপ্তাহব্যাপী এই বিশেষ দিবস উদযাপনের জন্য গত শুক্রবার আর্মড ফোর্সেস উইক-এর উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।


সেনাদের সম্মান জানাতে সকল দেশবাসীকে তিনি বুকে আর্মড ফোর্সেস ফ্ল্যাগের ব্যাজ পরার আহ্বান জানান প্রতিরক্ষামন্ত্রী। সেই অনুযায়ী, ভারতীয় দলকে দেখা গিয়েছে চলতি ম্যাচে বুকে ওই বিশেষ ব্যাজ পরে খেলতে।


https://twitter.com/BCCI/status/936811433647419392