এই হামলায় দুই পুলিশকর্মীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আজকের আকস্মিক হামলার সময় জেল ছেড়ে পালায় হরমিন্দর সিংহ মিন্টু নামের ৪৯ বছর বয়সি এক খালিস্তানি নেতা। তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। খালিস্তানি এই নেতার সঙ্গে আজ আরও চার গ্যাংস্টার জেল ছেড়ে পালিয়েছে। এরমধ্যে রয়েছে ভিকি গোন্ডার, গুরপ্রীত শেখন, নীতা দেওল এবং বিক্রমজিত।
আজকের বন্দুকবাজরা দুটি গাড়ি করে নাভা জেলে আসে। প্রথমে এসে তারা নাভা জেলের নিরাপত্তাকর্মীকে ছুরি দিয়ে আঘাত করে। তারপরই জোর করে জেলে ঢুকে যায়। এরপর শূন্যে ১০০ রাউন্ড গুলি চালিয়ে মিন্টু এবং আরও চার বন্দিকে নিয়ে পালায় হামলাকারীরা।
এই ঘটনার পর জেলে যান রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। হামলাকারীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। পঞ্জাব সহ প্রতিবেশী রাজ্য হরিয়ানা, হিমাচল প্রদেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
পঞ্জাব পুলিশের ডিজি উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।