শ্রীনগর: আন্তর্জাতিক সীমান্ত টপকে ৪ থেকে ৬জন জঙ্গির ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ। সাম্বা সেক্টরে বিএসএফের গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে, পাকিস্তানে ফিরে যেতে বাধ্য হয়েছে বাকিরা।
গোয়েন্দা সূত্রে খবর, সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে সতর্ক হয়েছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা বরাবর পাক সেনার নজরদারি বেড়েছে, যে কোনও মুহূর্তে আরও একটি সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কা করছে তারা। পাকিস্তানে এখনও ১২টি জঙ্গিদের লঞ্চ প্যাড সক্রিয় রয়েছে বলে গোয়েন্দারা মনে করছেন। এগুলিতে ঘাঁটি গেড়েছে প্রায় ৩০০ জঙ্গি, সুযোগ পেলেই এ দেশে ঢোকার চেষ্টা করবে তারা। অনুপ্রবেশের পর ভারতের যে সব এলাকায় এ সব জঙ্গিদের ‘গ্রহণ’ করা হবে, সেগুলিও চিহ্নিত করা গেছে। গোয়েন্দারা জানাচ্ছেন, নিয়ন্ত্রণরেখা টপকে সেনা যে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, তাতে রীতিমত ক্ষতিগ্রস্ত হয়েছে জঙ্গিগোষ্ঠীগুলি।
পাশাপাশি জম্মুর রাজৌরিতে একটি জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে সেনা। এখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। একে ৫৬ রাইফেল, রকেট প্রপেলড গ্রেনেড, পিস্তল, হ্যান্ড গ্রেনেড, লাইট মেশিনগান, মর্টার বম্ব, প্রচুর গোলাবারুদ ইত্যাদি।
সেনা জানিয়েছে, ৪-৫দিন ধরে রাজৌরি, সুরানকোট, মেন্ধার, মান্ডি, থানামান্ডি এলাকা ঢুঁড়ে ফেলছে তারা। পাশাপাশি পাহাড় ও জঙ্গলের দুর্গম এলাকায় ঘুরে ঘুরে জঙ্গিদের সন্ধান চলছে। তল্লাশির সময়েই জঙ্গিদের এই ঘাঁটির খোঁজ মিলেছে।
আখনুরের কেরি বাট্টাল এলাকায় জিআরইএফ ছাউনিতে জঙ্গি হামলার আগে থেকেই রাজৌরি জেলায় জঙ্গি অনুপ্রবেশ নিয়ে সতর্কবার্তা ছিল। জঙ্গি হামলায় ৩ শ্রমিকের মৃত্যুর পর গোটা এলাকায় সেনা ও নিরাপত্তা বাহিনীর চিরুনি তল্লাশি চলছে।
জম্মুর রাজৌরিতে জঙ্গিঘাঁটি ধ্বংস করল সেনা, সীমান্তে বিএসএফের গুলিতে মৃত ১ জঙ্গি
ABP Ananda, Web Desk
Updated at:
14 Jan 2017 02:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -