কাশ্মীরে মানবাধিকার 'লঙ্ঘন': রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট 'উদ্দেশ্যপ্রণোদিত', খারিজ সেনাপ্রধানের
Web Desk, ABP Ananda | 27 Jun 2018 04:14 PM (IST)
নয়াদিল্লি: উদ্দেশ্যপ্রণোদিত। কাশ্মীরে ব্যাপক মানবাধিতার লঙ্ঘন চলছে বলে অভিযোগ করে রাষ্ট্রপুঞ্জের তৈরি সাম্প্রতিক রিপোর্ট সম্পর্কে এই প্রতিক্রিয়া দিলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। ভারতীয় সেনার মানবাধিকার রক্ষার রেকর্ড সংশয়, বিতর্কের ঊর্ধ্বে বলে দাবি করেন তিনি। আজ এক অনুষ্ঠানের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেনাপ্রধান ভারতীয় সেনার মানবাধিকার সংক্রান্ত রেকর্ড জম্মু ও কাশ্মীরের মানুষ ও আন্তর্জাতিক মহল ভালই জানে বলে জানান তিনি। বলেন, ভারতীয় সেনার মানবাধিকার সংক্রান্ত খতিয়ান সম্পর্কে আমার কিছু বলার প্রয়োজন নেই। আপনারা সকলেরই সেটা জানা। কাশ্মীরের মানুষও জানেন, জানে বাইরের দুনিয়াও। কাজেই ওই রিপোর্ট নিয়ে আমাদের খুব বেশি মাথা ঘামানো উচিত বলে আমার মনে হয় না। এইসব রিপোর্টের কিছু কিছু উদ্দেশ্যপ্রণোদিত। চলতি মাসেই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ প্রকাশিত রিপোর্টে ভারতের দিকের কাশ্মীর ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আন্তর্জাতিক স্তরে তদন্তের দাবি করা হয়েছে। ভারত দ্ব্যর্থহীন ভাষায় এই অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা বলে খারিজ করেছ। বিদেশমন্ত্রক বলেছে, ওই রিপোর্ট পক্ষপাতদুষ্ট, এটা প্রকট হয়ে গিয়েছে, তাতে একটা মিথ্যা ভাষ্য তৈরি করাই এর উদ্দেশ্য।