নয়াদিল্লি: সোস্যাল মিডিয়া, জম্মু ও কাশ্মীরের কিছু স্কুল ভুল, মিথ্যা প্রচারাভিযান চালাচ্ছে, যার ফলে সেখানকার যুবসমাজ মৌলবাদ, কট্টরপন্থার দিকে ঝুঁকে পড়ছে বলে অভিমত জানিয়ে রাজ্যের মসজিদ, মাদ্রাসাগুলির ওপর কিছুটা নিয়ন্ত্রণ চাপানোর কথা বললেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। এভাবে মিথ্যা প্রচার ছড়িয়ে পড়া ঠেকানো যায় কিনা, ভেবে দেখতে বলেন তিনি। সেনাপ্রধানের মত, সমস্যার মোকাবিলায় শিক্ষা ব্যবস্থায় 'বড় রকমের সংস্কার, বদল' দরকার।
সেনাদিবসের প্রাক্কালে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে সরকারি স্কুলের প্রতিটি ক্লাসে ভারতের ম্যাপের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের পৃথক মানচিত্র আছে। এ থেকে বাচ্চাদের মনে একটা আলাদা পরিচয়, সত্তার বোধ তৈরি হয়। সোস্যাল মিডিয়া বড় ক্ষতি করছে। জম্মু ও কাশ্মীরে বিরাট ভুল মিথ্যা প্রচার চলছে। যা যুবকদের মধ্যে কট্টরপন্থী ভাবনাচিন্তার জন্ম দিচ্ছে। মাদ্রাসা, মসজিদের মাধ্যমেও ছাত্রদের মাথায় ভুল তথ্য ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিছু নিয়ন্ত্রণ থাকলে ভাল হয়।
কাশ্মীরে পাথরবাজদের একটা অংশ সরকারি স্কুলের পড়ুয়া বলে জানিয়ে শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিও জানান তিনি।