নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও সেনাপ্রধান বিপিন রাওয়াত।
উপত্যকার আইনশৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে গিয়েছিলেন রাওয়াত। সেখানে তিনি মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও রাজ্যপাল এন এন ভোরার সঙ্গে সাক্ষাত করেন। তারপর ফিরেই নিজের বাসভবনে তিনি ডোভালের সঙ্গে ওই জরুরি বৈঠকে বসেছিলেন সেনাধ্যক্ষ।
সম্প্রতি, শ্রীনগর লোকসভা উপনির্বাচনের দিন জম্মু ও কাশ্মীরে একটি ভিডিওকে ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ওই ভিডিওতে দেখা গিয়েছে, পাথর-ছোঁড়ার মোকাবিলা করতে জীপের সামনে এক ব্যক্তিকে বেঁধে তাঁকে ‘ঢাল’ হিসেবে ব্যবহার করেছে বাহিনী।
বাহিনীর এই কাজের বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। এরপরই, প্রশাসন ও সেনা দুজনই এই ঘটনার পৃথক তদন্তের নির্দেশ দেয়। জানা গিয়েছে, ওই ঘটনার সঙ্গে জড়িত জওয়ানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেহবুবা মুফতিকে দেন রাওয়াত।
সূত্রের মতে, সেনা আধিকারিকরা তদন্ত দলকে জানিয়েছে, তাঁদের কাছে খবর পৌঁছয় যে, ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ ও স্থানীয় পুলিশের একটি দল বাডগামের একটি বুথে মোতায়েন ছিল। অভিযোগ, সেখানে বিক্ষোভকারীরা ওই জওয়ানদের লক্ষ্য করে ক্রমাগত পাথর-বৃষ্টি করছিল।
ঘটনাস্থলে পৌঁছয় সেনার একটি দল। বিক্ষোভকারীদের হাত থেকে আইটিবিপি জওয়ানদের রক্ষ করতে সেনা জওয়ানরা ৩৬ বছর বয়সী ফারুখকে জীপের সামনে বেঁধে দেয়। ঘটনাটি ঘটে গত ৯ এপ্রিল।
এর আগে, আরেকটি ভিডিও প্রকাশ পায়। সেখানে দেখানো হয়, কয়েকজন বিক্ষোভকারী এক জওয়ানকে চড়-লাথি মারছে।