শ্রীনগর: নিরাপত্তার পরিস্থিতি খতিয়ে দেখতে কাশ্মীর পরিদর্শনে সেনাপ্রধান দলবীর সিংহ সুহাগ।
এদিন দক্ষিণ কাশ্মীরের চার সবচেয়ে প্রভাবিত জেলাগুলি পরিদর্শন করেন তিনি। এদিন সেনাপ্রধানকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল করেন বাহিনীর চিনার কোরের কম্যান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল সতীশ দুয়া। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, গ্রাউন্ড অফিসারদের থেকে রিপোর্ট পেতেই উপত্যকার দক্ষিণ ও উত্তরের বিভিন্ন সামরিক ফর্মেশনে গিয়ে দেখা করেন।
জানা গিয়েছে, কাশ্মীরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর তরফে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার খোঁজ নেন সেনাপ্রধান। পাশাপাশি, কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন ফরোয়ার্ড পোস্টে গিয়েও সীমান্তের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন তিনি।
এদিকে, শুক্রবারের প্রার্থনার আগে নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীনগর শহর সহ কাশ্মীরের বিভিন্ন জায়গায় এদিন কারফিউ জারি করেছে প্রশাসন।
কাশ্মীর: পরিস্থিতি খতিয়ে দেখলেন সেনাপ্রধান
Web Desk, ABP Ananda
Updated at:
09 Sep 2016 12:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -