নয়াদিল্লি: কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে আহত সিআরপিএফ কম্যান্ডিং অফিসার চেতন কুমার চিতাকে দেখতে হাসপাতালে গেলেন সেনাপ্রধান বিপীন রাওয়াত। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, চেতনের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন।


মঙ্গলবার সংঘর্ষ চলাকালীন গুরুতর আহত হন চেতন। তাঁর চোখ, হাত সহ শরীরের বিভিন্ন জায়গায় গুলি লেগেছে। হাতও ভেঙে গিয়েছে। তাঁকে উত্তর কাশ্মীর থেকে এইএমসে নিয়ে আসা হয়। আপাতত এইএমসের ট্রমা সেন্টারে আছেন এই সেনা অফিসার। তিনি এখনও বিপদমুক্ত নন। গতকাল তাঁকে দেখতে গিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। এবার সেনাপ্রধানও চেতনের সঙ্গে দেখা করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন।