শ্রীনগর ও জম্মু: ২ ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদের ঘটনার পরের দিন জম্মু ও কাশ্মীরে গিয়ে নিয়ন্ত্রণরেখা বরাবর ফরোয়ার্ড পোস্ট পরিদর্শন করলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। প্রহরারত জওয়ানদের তাঁর নির্দেশ, সীমান্তের ওপার থেকে আসা যে কোনও প্রকারের ঘটনাপ্রবাহের জন্য সজাগ ও প্রস্তুত থাকতে।


দুদিনের সফরে রাজ্যে এসেছেন সেনাপ্রধান। এদিন তিনি জওয়ানদের সঙ্গে কথা বলেন। তাঁদের উৎসাহ প্রদান করেন। সেনাপ্রধান জওয়ানদের আশ্বাস দেন, দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও শান্তি রক্ষার দায়িত্বে জওয়ানরা যে সাহসিকতার পরিচয় দিয়ে চলেছেন, তার জন্য গোটা দেশ তাঁদের পাশে রয়েছেন।


এদিন সেনাপ্রধানের সঙ্গে ছিলেন নর্দার্ন সেনা কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডি আনবু এবং শ্রীনগর-স্থিত সেনার ১৫ কোরের কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল জে এস সান্ধু। সামরিক কর্তাদের সঙ্গে এদিন বৈঠকও করেন সেনাধ্যক্ষ। সেখানে সীমান্তের সার্বিক নিরাপত্তাকে কীভাবে আরও বৃদ্ধি করা যায় সেই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। পাশাপাশি, অপারেশনাল প্রিপেয়ার্ডনেস বা যে কোনও অভিযানের প্রস্তুতির হাল-হকিকৎও খতিয়ে দেখেন তিনি।


এদিকে, সোমবার পাক বাহিনীর আচমকা হামলার প্রেক্ষিতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর (এসওপি) বা কার্যপদ্ধতি বদল আনার কথা ভাবছে সেনা ও বিএসএফ। এদিন সীমান্তরক্ষী বাহিনীর এক শীর্ষ কর্তা জানান, গতকালের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এসওপি পরিবর্তন করা হবে, যাতে ভবিষ্যতে এধরনের ঘটনা এড়ানো সম্ভব হয়। তিনি বলেন, পাক-সীমান্তের নিরাপত্তায় সেনার অধীনেই (সামরিক পরিভাষায় অপারেশনাল কম্যান্ড) কাজ করে থাকে বিএসএফ। ফলে, এক্ষেত্রে সেনার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।