নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবোধানে কাশ্মীরের সুপার ৪০ ব্যাচের ৯ পড়ুয়া এবার উর্ত্তীণ হল আইআইটি প্রবেশিকা পরীক্ষায়। ভারতে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে সর্বোচ্চ মানের প্রবেশিকা পরীক্ষা এই জেইই অ্যাডভান্সড।
এই ৯ জন পড়ুয়া এখন দেশের সম্মানীয় প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি (আইআইটিতে) পড়ার সুযোগ পাবেন।
প্রসঙ্গত কাশ্মীর সীমান্তে জঙ্গি দমনে একনিষ্ঠভাবে লড়াই চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। যুদ্ধের সঙ্গে সঙ্গে সেনাজওয়ানরা দায়িত্ব নিয়ে স্থানীয় পড়ুয়াদের জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা পাশ করানোর জন্যে গত তিন বছর ধরে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রশিক্ষণ দিয়েছেন নিজেদের তৈরি সুপার-৪০ ব্যাচের পড়ুয়াদের। তাঁদের মধ্যেই ৯ পড়ুয়া এবার উর্ত্তীণ হয়েছেন আইআইটি প্রবেশিকা পরীক্ষায়।
এর আগে এই সুপার-৪০ ব্যাচেরই ২৬ জন স্থানীয় ছাত্র এবং দুই ছাত্রী জেইই মেইনেও পাস করেছেন। তবে ওই ব্যাচের পাঁচ পড়ুয়া পরীক্ষায় বসতে পারেননি ব্যক্তিগত কারণে। প্রসঙ্গত, ৩৫ জন পড়ুয়া নিয়ে তৈরি ওই ব্যাচের ২৮ জন পড়ুয়াই জেইই মেইনস পাস করেছেন।
এছাড়া এবারই প্রথম এই সুপার-৪০ ব্যাচে কাশ্মীরের পাঁচ ছাত্রী যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে দুজন জেইই মেইনসে উর্ত্তীণ হয়েছেন। কার্যত ভারতীয় সেনাবাহিনীর লক্ষ্য কাশ্মীরের নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। মঙ্গলবার সেনাপ্রধান বিপিন রাওয়াত সুপার-৪০ ব্যাচের সফল পড়ুয়াদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানিয়েছেন।
সেনাবাহিনীর প্রশিক্ষণে এবারের আইআইটি প্রবেশিকায় উর্ত্তীণ ৯ কাশ্মীরী পড়ুয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jun 2017 11:05 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -