কলকাতা:  প্রতিরক্ষামন্ত্রীর পত্রাঘাতের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরকে পাল্টা চিঠিতে তিনি লেখেন, ‘আমার রাজনৈতিক জীবনে কখনও দেখিনি সেনাকে রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবহার করা হয়েছে। ’ মমতা ফের জানান, কোনও আগাম খবর ছাড়াই সেনা মোতায়েন করা হয়েছিল। তাঁর দাবি, নবান্নের সামনে সেনা মোতায়েনে পুলিশও আপত্তি করেছিল। পর্রীকরকে তিনি বলেন, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তার বিরোধিতা করছি। শুধু তাই নয়। যেভাবে চিঠিতে তাঁকে আক্রমণ করা হয়েছে, তারও সমালোচনা করেন মমতা। বলেন, মুখ্যমন্ত্রীকে কেমন চিঠি দিতে হয়, সেটাও ওরা জানে না।
এর আগে, সেনা মোতায়েনকে ঘিরে বিতর্কে পর্রীকর চিঠিতে মমতাকে লেখেন, বাহিনী সম্পর্কে মন্তব্য করায় তিনি ব্যথিত। চিঠিতে তিনি লিখেছেন, রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েই টোল প্লাজায় গাড়ির সংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ করছিলেন সেনাকর্মীরা। বহু বছর ধরে পশ্চিমবঙ্গ-সহ আরও কয়েকটি রাজ্যে এই কর্মসূচি চলছে। ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ। তারা দেশের সুরক্ষা ও নিরাপত্তার জন্য নিজেদের উৎসর্গ করেছে। মুখ্যমন্ত্রীর মন্তব্য সেনার ভাবমূর্তিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। একজন দায়িত্বশীল পদাধিকারী হিসেবে আপনার কাছ থেকে এই মন্তব্য অনভিপ্রেত। রাজনৈতিক দল, রাজনীতিকরা অনেকসময় ভিত্তিহীন অভিযোগ করেন। কিন্তু সেনা সম্পর্কে এধরনের মন্তব্য করার আগে সতর্ক থাকা উচিত।