নয়াদিল্লি: রুট মার্চের সময় অসুস্থতার কারণে এক সেনা জওয়ানের মৃত্যু। তার জেরে নর্থ ইস্ট ইনফ্যানট্রি ইউনিটে কিছু অশান্তি ছড়ায় বলে খবর। যদিও এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, ওই জওয়ানের মৃত্যুর জেরে কয়েকজন সেনা আবেগাপ্লুত হয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। অল্পস্বল্প হাতাহাতি হয় কিন্তু এতে কেউ খুব বেশি জখম হননি। সেনাবাহিনীতে ‘বিদ্রোহের পরিস্থিতি’ দেখা দিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় যে খবর ছড়িয়েছে তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে তারা।
জানা গেছে, সেনার রুট মার্চের আগে এক জওয়ান তাঁর বুকে ব্যথার কথা বলেন। কিন্তু মেডিক্যাল অফিসার তাঁকে পরীক্ষা করলে তেমন কিছু পাওয়া যায়নি। ওই জওয়ান রুট মার্চে যোগ দেন কিন্তু মার্চ চলাকালীনই পড়ে যান তিনি। ফিল্ড অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। আচমকা এমন ঘটনায় কয়েকজন জওয়ান বিক্ষোভ দেখাতে শুরু করলে অল্পস্বল্প অশান্তি হয়। কিন্তু এর বেশি কিছু ঘটেনি বলে সেনা কর্তৃপক্ষ জানিয়েছে। কীভাবে ওই জওয়ান মারা গেলেন তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে তারা।
উত্তর পূর্বাঞ্চলে অসুস্থতার জেরে মৃত্যু জওয়ানের, ‘পরিস্থিতি শান্তিপূর্ণ’, জানাল সেনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 May 2016 11:00 AM (IST)

দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -