নয়াদিল্লি: নিয়ন্ত্রণরেখায় পাক গুলিবর্ষণে ১১জন ভারতীয় সেনার ‘মৃত্যু’-র দাবি উড়িয়ে দিল দিল্লি। ভারতীয় সেনার নর্দার্ন কমান্ড টুইট করে জানিয়েছে, ১৪, ১৫ ও ১৬ তারিখ পাক সেনার গুলিবর্ষণে ভারতের দিকে কোনও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। পাক সেনা প্রধান রাহিল শরিফ ১৪ তারিখ পাকিস্তানের গুলিতে ভারতীয় সেনার মৃত্যুর যে খবর ছড়িয়েছেন, তা পুরোপুরি মিথ্যে। বুধবার পাক সেনা প্রধান রাহিল শরিফ দাবি করেন, নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার হাতে ৭ পাক সেনার মৃত্যুর দিনই পাকিস্তানের গুলিবর্ষণে অন্তত ১১জন ভারতীয় জওয়ানের ‘মৃত্যু’ হয়। তাঁর আরও দাবি, সাম্প্রতিক গুলিবর্ষণে পাকিস্তানের হাতে ভারতের অন্তত ‘৪০-৪৪’জন জওয়ানের মৃত্যু হয়েছে কিন্তু ভারতীয় সেনা তা স্বীকার করছে না। অথচ পাকিস্তান তাদের ক্ষয়ক্ষতির কথা পেশাদারিত্বের সঙ্গে ‘জানাচ্ছে’, ভারতের কোনও ‘প্ররোচনা ছাড়াই একতরফা’ গুলিচালনার জবাবও দিচ্ছে তারা। যদিও ভারতীয় সেনা স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন, গত ৩দিনে পাকিস্তানের হাতে ভারতীয় তরফে বড়রকমের কোনও ক্ষতির খবর নেই।