সেনায় নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে ভাবমূর্তি মার খেয়েছে মোদী সরকারের, দায় নিক বিজেপি, বলল শিবসেনা
Web Desk, ABP Ananda | 28 Feb 2017 06:57 PM (IST)
মুম্বই:সেনাবাহিনীতে নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ভাবমূর্তি মার খেয়েছে বলে জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরকে নিশানা করল শিবসেনা। উদ্ধব ঠাকরের দলের মুখপত্র 'সামনা'-র সম্পাদকীয় কটাক্ষ করে বলা হয়েছে, হতে পারে পর্রীকর গোয়ার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু যতক্ষণ প্রতিরক্ষামন্ত্রী পদে রয়েছেন, ততক্ষণ তাঁর নির্দিষ্ট দায়িত্ব পালন করা উচিত। এতদিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার, অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আর এখন সেনাবাহিনীতে নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্রও সুরক্ষিত থাকছে না। সেনা জওয়ানরা যখন নিজেদের জীবন বলিদান করছেন, তখন সেনাবাহিনীর পরীক্ষার প্রশ্নপত্র বাইরে বেরিয়ে যাওয়ায় ধাক্কা খেয়েছে মোদী সরকারের ইমেজ। যেহেতু বিষয়টি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত, তাই বিজেপির উচিত প্রশ্নফাঁসের দায় স্বীকার করা। কটাক্ষের সুরে শিবসেনা এও বলেছে, প্রধানমন্ত্রী দেশপ্রেম, আত্মত্যাগের কথা বলেন। কিন্তু মনে হয়, তাঁর কথাগুলি নীচের তলায় যাচ্ছে না। নোট বাতিলে যদি জাতীয়তাবাদী ভাবনা থাকে, তবে সেনার নিয়োগেও থাকা উচিত। প্রসঙ্গত, সেনাবাহিনীতে নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর পেয়ে ২৫ ফেব্রুয়ারি রাতে মহারাষ্ট্র ও গোয়ার নানা জায়গায় হানা দিয়ে ১৮ জনকে গ্রেফতার করে পুলিশ। প্রশ্নফাঁস চক্রের হদিশ পাওয়া যায়।