নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীতে অফিসারের ঘাটতির সংখ্যা ৮,৬৭১-এর বেশি। তা-ও এই হিসেবের মধ্যে নেই চিকিৎসা ও দন্ত বিভাগ এবং নার্সিং বিভাগের কর্মীরা। সেই সংখ্যাটা যোগ করলে ঘাটতির পরিমাণ আরও বেশি।

মঙ্গলবার রাজ্যসভায় লিখিতভাবে সেনাবাহিনীতে এই ঘাটতির কথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। সেনাবাহিনীতে মোট অফিসার থাকার কথা ৪৯,৮৩৩ জন। কিন্তু বর্তমানে আছেন ৪১, ১৬২ জন। এই ঘাটতির পিছনে বিভিন্ন কারণ আছে। ধীরে ধীরে ঘাটতি কমানোর চেষ্টা চলছে।