নয়াদিল্লি: বাহিনীর আধুনিকীকরণে বিরাট পদক্ষেপ নিল সেনা। পুরনো মান্ধাতার আমলের অস্ত্র পাল্টে প্রায় ৪০ হাজার কোটি টাকার অত্যাধুনিক সামরাস্ত্র কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেনা সূত্রে খবর, এই তালিকায় রয়েছে—৭ লক্ষ রাইফেল, ৪৪ হাজার লাইট মেশিন গান (এলএমজি) এবং প্রায় ৪৪,৬০০ কার্বাইন। সেনাকে এই অস্ত্র কেনার সবুজ সঙ্কেত দিয়েছে প্রতিরক্ষামন্ত্রক।

বেশ কিছুদিন ধরেই আধুনিক সরঞ্জাম ও সামরাস্ত্র কেনার ওপর জোর দিচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃতত্তম স্থলসেনা। বিশেষ করে, পাকিস্তান ও চিন সীমান্তে ‘বিপদ’ আশঙ্কা করে সেনাকে আধুনিক অস্ত্রে সজ্জিত করার প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে।

সেনা সূত্রে খবর, এলএমজি কেনার জন্য রিকোয়েস্ট ফর ইনফরমেশন (আরএফআই) আগামী কয়েকদিনের মধ্যে ছাড়া হবে। আপাতত প্রথম ধাবে ১০ হাজার এলএমজি কেনার ওপর জোর দেওয়া হচ্ছে। কেনার পাশাপাশি, ডিআরডিও-কে এলএমজি তৈরি করার ওপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

কয়েকমাস আগেই ৭.৬২ ক্যালিবারের বন্দুক কেনার বরাত খারিজ করে প্রতিরক্ষামন্ত্রক। কারণ, ফিল্ড ট্রায়ালের পর একটিই সংস্থা বরাত-প্রক্রিয়ায় টিকে ছিল। সেনার ইচ্ছা, বর্তমানে ব্যবহৃত হওয়া ইনস্যাস রাইফেলের জায়গায় এই নতুন ৭.৬২ মিমি অ্যাসল্ট রাইফেল ব্যবহার করা হবে।

পাশাপাশি, নতুন ৭.৬২ এমএম ক্যালিবারের বন্দুকের সবিস্তার বিবরণী চূড়ান্ত করে ফেলেছে সেনা। তা পাঠিয়ে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের কাছে।   সেখান থেকে অনুমোদন এলেই কেনার প্রক্রিয়া শুরু হবে।