নয়াদিল্লি: কুপওয়ারার মাচিল সেক্টরে তিন সন্ত্রাসবাদীকে খতম করে ফের পাকিস্তান থেকে এ দেশে অনুপ্রবেশ ব্যর্থ করে দিল সেনাবাহিনী।

শ্রীনগরে সেনার মুখপাত্র রাজেশ কালিয়া জানান, গতকাল গভীর রাতে নিয়ন্ত্রণ রেখায় সতর্ক পাহারায় থাকা সেনা জওয়ানদের নজরে পড়ে একদল লোক মাচিল সেক্টরে সীমান্তের ওপার থেকে ঢোকার চেষ্টা করছে। তবে সেনা জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করতেই তারা ঘন অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে পালানোর চেষ্টা করে। জওয়ানরা গুলি ছুঁড়লে জবাব দেয় প্রচুর অস্ত্রশস্ত্রে সজ্জিত সন্ত্রাসবাদীরাও। গুলিযুদ্ধে নিহত হয় তিনজন। তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। গা ঢাকা দেওয়া বাকি জঙ্গিদের খোঁজ চলছে বলে জানিয়েছেন কালিয়া।

গত এক পক্ষকালের মধ্যে এই নিয়ে তিনবার উত্তর কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সেনাবাহিনী।

গত ২৬ মে সেনা জওয়ানদের ওপর হামলার পরিকল্পনা নিয়ে উরি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করে পাকিস্তান বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) দুই জঙ্গি। তারা গুলিতে নিহত হয়। পরদিনই একই সেক্টর দিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকতে গিয়ে নিহত হয় আরও ৬ জঙ্গি।