শ্রীনগর: ভারতীয় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত পাক সেনার বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)-এর ২ জঙ্গি।
সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, শুক্রবার জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখায় সেনা জওয়ানদের প্যাট্রলিং টিমের ওপর হামলা চালানোর চেষ্টা করে পাক সেনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যাটের ২ জন জঙ্গি।
তবে, এবার সতর্ক থাকায় হামলার আঁচ আগে থেকেই করে ফেলেন জওয়ানরা। দুপক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। তাতে ২ ব্যাট জঙ্গি খতম হয়।
সেনার এক কর্তা জানান, ২ ব্যাট জঙ্গির দেহ ভারত ও পাক-অধিকৃত কাশ্মীরের কাঁটাতারের মধ্যবর্তী ‘নো ম্যানস ল্যান্ড’-এ পড়ে রয়েছে।
প্রসঙ্গত, গত ১ মে পুঞ্চ সেক্টরের কৃষ্ণাঘাঁটি সেক্টরে ভারতে ঢুকে, ২ জওয়ানকে হত্যা করে তাদের মুণ্ডচ্ছেদ করে পালিয়েছিল পাক ব্যাট।
তার আগেও, ২০১৬’র নভেম্বরে, কাশ্মীরের মাচ্ছিল সেক্টরে, ভারতীয় জওয়ান মনদীপ সিংহের দেহ ক্ষতবিক্ষত করে ফেলে দিয়ে গিয়েছিল।
তার আগে, ২০১৩ সালের ৮ জানুয়ারি, ল্যান্সনায়েক হেমরাজ এবং ল্যান্সনায়েক সুধাকর সিংহের মুণ্ডচ্ছেদ করে নৃশংসতার নজির তৈরি করে পাকিস্তানের এই স্পেশাল ফোর্স!
২০১১ সালে, কুপওয়াড়ায়, জওয়ান জয়পাল সিংহ অধিকারী এবং ল্যান্সনায়েক দেবেন্দ্র সিংহেরও মাথা কেটে নিয়ে যায় তারা!
২০০৮ সালের জুনে, গোর্খা রাইফেলসের এক জওয়ানের মাথা কেটে হত্যা করেছিল এই ব্যাট!
এবার ব্যাট-এর নৃশংসতার যোগ্য জবাব দিল ভারতীয় ফৌজ।