কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল সেনাবাহিনী, খতম ৩
Web Desk, ABP Ananda | 06 Jun 2018 06:04 PM (IST)
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের মাছিল সেক্টরে লাইন অফ কন্ট্রোলে (এলওসি) অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিল সেনাবাহিনী। তিন জঙ্গিকে খতম করা হয়েছে। ওই অঞ্চলে তল্লাশি চালানো হচ্ছে। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আজ কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে ওলওসি-তে সন্দেহজন গতিবিধি দেখতে পান জওয়ানরা। এরপরেই তাঁরা অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ জানান। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। তাতেই খতম হয় তিন জঙ্গি।