শ্রীনগর: রমজান মাসে কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ফের বানচাল করল সেনা। গুলি বিনিময়ে ৫ জঙ্গিকে খতম করেছে তারা।

কুপওয়াড়া জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর এই ঘটনা ঘটেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, কারেন সেক্টর দিয়ে জঙ্গিরা ঢোকার চেষ্টা করছিল। সেনা জওয়ানরা তা দেখতে পেয়ে গুলি চালান। খতম হয় ৫ জঙ্গি।

অপারেশন এখনও চলছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।