শ্রীনগর: ফের জম্মু ও কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনা। গুলির লড়াইয়ে মৃত্যু ২ জঙ্গির। নিহত এক সেনা জওয়ানও। আহত আরও ২ জওয়ান। কুপওয়াড়া জেলার নৌগাম সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করে ২ জঙ্গি। ভারতীয় সেনাদের ছোঁড়া গুলিতে ২ জঙ্গিরই মৃত্যু হয়।
সেনার এক আধিকারিক জানিয়েছেন, এদিন সতর্ক বাহিনী নৌগামে আরও একটি অনুপ্রবেশের ছক বানচাল করে দিয়েছে।
গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।

উল্লেখ্য, গতকালই উরি সেক্টরে অনুপ্রবেশের ছক ভেস্তে দিয়েছিল সেনা। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হন দুই সেনা জওয়ান। খতম হয় তিন জঙ্গি।
গত ২৬ মে বারামুল্লা জেলার উরি সেক্টরেই অনুপ্রবেশ করতে গিয়ে সেনার গুলি মারা গিয়েছিল পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)-এর দুই সদস্য। পরের দিন ওই একই সেক্টরে নিয়ন্ত্রণ রেখা  পেরিয়ে উপত্যকায় ঢুকতে গিয়ে সেনার গুলিতে মারা পড়ে ছয় জঙ্গি।