কাশ্মীরে অনুপ্রবেশ ব্যর্থ, গুলিযুদ্ধে হত ৪ জঙ্গি, এক সেনা জওয়ান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jun 2016 08:53 AM (IST)
শ্রীনগর: আজ সকালে কাশ্মীরের কুপওয়ারা জেলার তাংধর সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে অনু্প্রবেশের চেষ্টা রুখে দিল সেনা। গুলির লড়াইয়ে তাদের হাতে দুই জঙ্গি খতম হয়েছে। তবে তারপরও অভিযান চলছে বলে জানিয়েছেন জনৈক সেনা অফিসার। জানা গিয়েছে, এক সেনা জওয়ান জখম হয়েছেন সংঘর্ষে। একটি সূত্রে বলা হয়েছে, অনুপ্রবেশকারী জঙ্গিদের গতিবিধি নজরে আসতেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় সেনাবাহিনী। জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পালটা দেয় জওয়ানরাও। এই নিয়ে গত তিনদিনে নিয়ন্ত্রণ রেখায় দ্বিতীয়বার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল নিরাপত্তাবাহিনী। গত মঙ্গলবার কুপওয়ারার মাছিল সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দেওয়া হয়। দু দিনের অভিযানে এক জঙ্গি নিহত হয়, শহিদ হন এক সেনা জওয়ান। চার জওয়ান জখম হন।