জম্মু: চিন সীমান্তে ডোকালামের মতো পরিস্থিতি মোকাবিলার জন্য সবসময় তৈরি থাকতে হবে সেনাবাহিনীকে। আজ জম্মুতে এমনই মন্তব্য করলেন সেনাপ্রধান বিপীন রাওয়াত। তিনি বলেছেন, পার্বত্য অঞ্চলে মোতায়েন থাকা ১৭ কোরকে প্রতিরোধী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই বাহিনীকে চিনের মোকাবিলার জন্য গড়ে তোলা হচ্ছে কি না, এই প্রশ্নের অবশ্য সরাসরি জবাব দেননি সেনাপ্রধান। তিনি বলেছেন, ‘আমরা কেন বলব এই বাহিনী কার বিরুদ্ধে? প্রতিরোধের জন্য এই বাহিনী গড়ে তোলা হয়েছে। দেশের যে কোনও বিপদের মোকাবিলা করবে এই বাহিনী।’ অদূর ভবিষ্যতে ডোকালামের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না, এই প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেছেন, ‘আমাদের তৈরি থাকতে হবে।’
২০১৪ সালের শেষদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি ১৭ কোর বাহিনী গড়ে তোলার প্রস্তাব অনুমোদন করে। এখনও পর্যন্ত এই বাহিনীতে ২৫,০০০ জওয়ান নেওয়া হয়েছে। তাঁরা রাঁচিতে সদর দফতরে আছেন। একটিমাত্র ডিভিশন গড়ে উঠেছে। ৭২টি ডিভিশন গড়ার কাজ সম্পূর্ণ হয়ে গেলেই ১৭ কোরকে পশ্চিমবঙ্গের পানাগড়ে মোতায়েন করা হবে।
কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সেনাপ্রধান বলেছেন, ‘আমার মনে হয় কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এখন যেটা হচ্ছে সেটা সন্ত্রাসবাদী ও তাদের সমর্থকদের হতাশার ফল। আমরা সন্ত্রাসবাদীদের খতম করতে থাকব।’
ডোকালামের মতো পরিস্থিতি রোধে তৈরি থাকতে হবে বাহিনীকে: সেনাপ্রধান
Web Desk, ABP Ananda
Updated at:
21 Oct 2017 09:53 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -