কলকাতা: প্রতি বছরের মতো এ বারের দীপাবলিও সেনা জওয়ানদের সঙ্গে কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালেই জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন গুরেজে পৌঁছন। সেখানে তিনি সেনা জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা এবং মিষ্টি বিনিময় করেন। মোদী বলেন, সেনা তাঁর পরিবারেরই অংশ। বিজেপি প্রধানমন্ত্রীর এই সফরকে স্বাগত জানিয়েছে। দলের পক্ষ থেকে বলা বলেছে, সীমান্তে মোতায়েন জওয়ানরা প্রধানমন্ত্রীর পরিবর্দ্ধিত পরিবারেরই অংশ।

বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন বলেছেন, 'সীমান্তে নিযুক্ত জওয়ানদের নিজের পরিবারের অংশ উল্লেখ করে প্রধানমন্ত্রী একেবারে সঠিক কথা বলেছেন। প্রত্যেক বছরই প্রধানমন্ত্রী সেনাদের সঙ্গে দীপাবলি পালন করেন। তিনি সব সময়ই সেনা জওয়ানদের নিজের পরিবারের অংশ বলেই মনে করেন এবং এবারেও তাঁদের সঙ্গেই সময় কাটালেন। এতে জওয়ানরাও খুশি হয়েছেন এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে মিষ্টি ও উপহার পেয়ে গর্বিত বোধ করেছেন। মোদীর এই মনোভাব আমাদের সবাইকে গর্বিত করেছে'।

একই সুরে মন্তব্য করেছেন বিজেপির অপর এক নেতা সি কে বসু। তিনি বলেছেন, দেশে সেনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের প্রতি ভালোবাসার কথাই জানিয়েছেন মোদী। এতে জওয়ানদের কতটা সম্মান ও মর্যাদার চোখে দেখা হয়, তারই প্রতিফলন ঘটেছে।